• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে রাজশাহীতে নিরাপত্তা জোরদার

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৮, ১০:৪৯
রাজশাহী প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে আজ। আর এ রায়কে ঘিরে রাজশাহীতে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে রায়কে ঘিরে কেউ সহিংসতার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।

রাজশাহী মহানগরীর অভ্যন্তরে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে সারাদেশের ন্যায় রাজশাহীতেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা । সেই সাথে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

ইফতে খায়ের আলম বলেন, রায়কে ঘিরে কোনো ধরনের হুমকি নেই। নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোনো সুযোগ নেই। এটা মহামান্য আদালতের একটা স্বাভাবিক কার্যক্রমের অংশ।

তিনি আরো বলেন, যদি কোনো স্বার্থান্বেষী মহল সহিংসতার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। কোনো ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না।

এদিকে, নগরবাসীর জানমালের নিরাপত্তা দিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

/পি.এস

রাজশাহী,২১ আগস্ট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close