• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা তরুণী আটক

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ১৯:৩৯
গাজীপুর সংবাদদাতা
সংগৃহীত ছবি

গাজীপুরের পাসপোর্ট অফিস থেকে ফারিয়া মীম (২০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে পাসপোর্ট করতে আসা ওই নারীকে আটক করা হয়। আটক মীম কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মঞ্জু শেখ ও পারভীন বেগমের মেয়ে।

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন জানান, দুপুরে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসর্পোট করতে যান মীম। এ সময় তার বাবার নাম মঞ্জু শেখ ও মার নাম পারভীন বেগম গাজীপুরের শ্রীপুর ঠিকানা ব্যবহার করেন। পরে তার কথায় ও আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি রোহিঙ্গা ও কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন বলে স্বীকার করেন। পরে তাকে গাজীপুর মহানগর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, আটক ওই নারীকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

রোহিঙ্গা,রোহিঙ্গা তরুণী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close