• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ক্যান্সার আক্রান্ত ইউসুফকে বাঁচাতে এগিয়ে এলেন এমপি বদি

প্রকাশ:  ২৪ অক্টোবর ২০১৮, ০৯:৪৫ | আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০৯:৫৭
কক্সবাজার প্রতিনিধি

দেশের বহুল আলোচিত-সমালোচিত সাংসদ আবদুর রহমান বদি সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে ক্যান্সারে আক্রান্ত এক ছাত্রের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস দুর্ঘটনায় পা হারান টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকার মোঃ ইউছুফ। তাকে চকরিয়া ইউনিক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। কিন্তু চিকিৎসায় সুস্থ হওয়ার আগে আক্রান্ত হয়ে পড়েন ক্যান্সার রোগে। পা হারানো ইউসুফের অসুস্থতার খবর পেয়ে তার বাবাকে ডেকে পাঠান কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সাংসদ আবদুর রহমান বদি। এবং তিনি ক্যান্সার আক্রান্ত ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নেন।

আহত ইউসুফের পিতা মোহাম্মদ হোছন পূর্বপশ্চিমকে বলেন, আমি দিনমজুর একজন মানুষ। দিনে এনে দিনে খায়। হতদরিদ্র পরিবারে তিনিই হচ্ছেন একমাত্র আয়ের উৎস। তাঁর ছেলে চিকিৎসা সেবায় সময় দিতে গিয়ে উপার্জনও বন্ধ হয়ে গেছে। তাঁর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে বলেছে ডাক্তার। এতো টাকা কোথায় পাবো, একমাত্র মানুষের দানই তার ভরসা। বর্তমানে ইউছুফের একটি পা কেটে ফেলা হয়েছে, আর একটি পা রয়েছে। যে পা রয়েছে সেটিও দ্রুত কেটে ফেলতে হবে। তাঁকে বাঁচানোর জন্য টেকনাফসহ সারাদেশের মানুষের কাছে সহযোগীতা চেয়েছেন তিনি।

তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনায় ইউসুফের একটি পা কেটে ফেলার খবর পেয়ে তাঁর বাবাকে ডেকে পাঠান এমপি বদি। এবং তাঁর খোঁজ খবর নেন। ইউসুফের ক্যান্সার হয়েছে শুনে তিনি দুঃখ প্রকাশ করে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা দেন। পরবর্তীতে চিকিৎসার জন্য আরো টাকা লাগলে তিনি সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

/পি.এস

কক্সবাজার,এমপি বদি,ক্যান্সার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close