• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশ:  ২৪ অক্টোবর ২০১৮, ১৩:৫৯
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সদর উপজেলার হররায় স্ত্রী খোদেজা খাতুন হত্যা মামলায় স্বামী আক্কাস আলী মিয়া (৫৮) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত ।

বুধবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সদর উপজেলার হররা মাদ্রাসা পাড়ার মৃত আরশাদ আলী মিয়ার ছেলে আক্কাস আলী মিয়া (৫৮)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ এপ্রিল আসামি তার নিজ বাড়িতে স্ত্রী সদর উপজেলার স্বস্তিপুর ভাদালিয়া গ্রামের শামসুল হক প্রধানের কন্যা খোদেজা খাতুন (৩৬) কে প্রথমে শারিরীক নির্যাতন পরে শ্বাসরোধ করে হত্যা শেষে গলায় দড়ি দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে।

এঘটনায় নিহতের ভাই আব্দুল কাদের বাদি হয়ে আক্কাস আলীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩১, তারিখ ১৯/০৪/২০১৭, ধারা ৩০৬ দ:বি:। ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর এ মামলায় পুলিশ তদন্ত শেষে হত্যা মামলা হিসেবে আমলে নেয়ার সুপারিশ করে আদালতে চার্জশীট দাখিল করে। পরে মামলাটি ধারা ৩০২ দ:বি: হিসেবে আমলে নিয়ে আদালত স্বাক্ষ্য শুনানী করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী অ্যাড. সামস তানিন মুক্তি জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে আদালত দীর্ঘ শুনানী শেষে এই হত্যাকাণ্ডে সন্দেহাতীত ভাবে আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এই রায় ঘোষণায় একমাত্র আসামি আক্কাস আলীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

/পি.এস

কুষ্টিয়া,যাবজ্জীবন,আত্মহত্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close