• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৩৩৩ মুক্তিযোদ্ধাকে সিসিকের সম্মাননা

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০১৮, ১৪:১৮
সিলেট প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান ৩৩৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে সিলেটে সিটি কর্পোরেশন। রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধাদের বিরল সম্মান কেউ কোনদিন ছিনিয়ে নিতে পারবে না। তাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না। সরকার যেভাবে মুক্তিযোদ্ধাদের পাশে আছে, দেশের প্রতিটি নাগরিকের উচিত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা।

তিনি বলেন, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে, আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র, তাদের অসম্মান হলে আমরা কখনো ক্ষমা পাবো না। তাই, সকল কাজে তাদের সহযোগিতা করা আমাদের কর্তব্য। তারা যেনো এই আত্মসম্মান নিয়ে জীবন কাটাতে পারেন।

অনুষ্ঠানে কাউন্সিলরদের পক্ষে বক্তব্য রাখেন কাউন্সিলর আজম খাঁন, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানারা বেগম। অনুষ্ঠানে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ভবতোষ রায় বর্মন, মহি উদ্দিন আহমদ, মানিক মিয়া।

প্রতিবছর সম্মাননা অনুষ্ঠান আয়োজন করায় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে সাধুবাদ জানান মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায় কর চৌধুরী। সিটি কর্পোরেশনের কর্মকর্তা চন্দন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেটের সুধীজন, সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/পি.এস

সিলেট,মুক্তিযোদ্ধা,সম্মাননা,সংবর্ধনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close