• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

শাহজালাল বিমানবন্দরে ৫০৩ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৬
নিজস্ব প্রতিবেদক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কুয়ালালামপুর থেকে আসা বাদুল নামে এক যাত্রীর কাছে থেকে ৫০৩ গ্রাম স্বর্ণসহ (৫টি স্বর্ণের বার, ১টি নাকফুল ও ১টি চেইন) আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় কুয়ালালামপুর থেকে রিজেন্ট এয়ারলাইন্সে করে এক ফ্লাইটে আসা যাত্রী বাদুলের প্যান্টের ভিতর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানটি কুয়ালালামপুর থেকে ঢাকা আসছিল।

শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে RX 0783 যোগে স্বর্ণ চোরাচালান হবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। যাত্রী বাদুল গ্রিন চ্যানেল অতিক্রম করার পর শুল্ক গোয়েন্দা দল তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে ওই যাত্রী প্রথমে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাদুল স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর শুল্ক গোয়ন্দা দল যাত্রীর প্যান্টের ভেতর থেকে ৫ পিস স্বর্ণবার, ১ পিস স্বর্ণের চেইন ও একটি নাকফুল উদ্ধার করে, যার মোট ওজন ৫০৩ গ্রাম। এর মোট মূল্য প্রায় ২৫ লাখ ৩০ হাজার টাকা।

জব্দকৃত স্বর্ণ ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে, যার ভিজিআর নং ৩১০৩/১৮। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

/এসএফ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close