• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ, বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৯, ২৩:৩৯
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের বাগ্যা গ্রামে স্বামী সন্তানদের বেধে রেখে গৃহবধূ (৩৫) কে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

নির্যাতিতাকে দেখতে বাম গনতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে প্রথমে নোয়াখালী সদর হাসপাতাল এবং পরে বিকালে সুবর্ণচরের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

    বাম নেতারা বলেন, প্রকৃত আসামিদেরকে মামলায় এজাহারভুক্ত না করায় উদ্বেগ প্রকাশ করছি।

    তারা আরও বলেন, ভিকটিমের সুচিকিৎসা, নিরাপত্তা ও সামাজিক মর্যদা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। একইসাথে প্রকৃত আসামিদের এজাহারভুক্ত করে দ্রুত বিচার আইনে বিচার করতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক মন্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) নেতা শুভাংশ চক্রবর্তী, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিষ্ট লীগ নেতা আবদুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুারোর নেতা আকবর খান ও বাসদ নেতা মাইন উদ্দিন লিটন।

    পিবিডি/আরিফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close