• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগ রাজশাহীতে আটক ১

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০১৯, ১৮:৩২ | আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৮:৩৬
রাবি প্রতিনিধি

প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে নগরীর কলাবাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আখলাকুজ্জামান আনসারী (৪৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কাজী মোহাম্মদ আবু সাঈদের ছেলে।

বুধবার সকালে র‌্যাব-৫ এর জনসংযোগ শাখা থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গ্রেফতার আখলাকুজ্জামান আনসারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, এমপি মমতাজ বেগম, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল আজিজ, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার ছবি বিকৃতি করে ফেসবুকে প্রকাশ করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আরও কোনো সাইবার অপরাধের সঙ্গে যুক্ত আছেন, কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র‌্যাব।

পিবিডি/আরিফ

প্রধানমন্ত্রী,গ্রেফতার,র‌্যাব

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close