• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য, ৩৮৪১টি মামলা

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০১৯, ১২:২৭
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৮৪১টি মামলা ও ১৯,০০,৩৫০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২০টি গাড়ি ডাম্পিং ও ৭০৮টি গাড়ি রেকার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

শনিবার (১২ জানুয়ারি) ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

ডিএমপি'র ট্রাফিক বিভাগ সূত্রে জানায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭৬৭ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭৮ টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৮ টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।

সূত্র আরো জানায়, ট্রাফিক আইন অমান্য করায় ১১৬৩ টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২১ টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২৪ টি মামলা দেওয়া হয়।

উল্লেখ্য, রুটিন ওয়ার্ক হিসেবে ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকে।

পিবিডি/আরিফ

ডিএমপি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close