• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নদী পথে গ্রীস যাবার সময় প্রাণ হারালো হবিগঞ্জের যুবক

প্রকাশ:  ১৪ জানুয়ারি ২০১৯, ১১:৫২
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাপ্পু রায় (২৫) নামে এক যুবক ওমান থেকে ইরান হয়ে নদী পথে অবৈধভাবে গ্রীস যাবার সময় স্পীডবোটের মেশিনে পড়ে গলা কেটে প্রাণ হারিয়েছেন।

গত ১০ জানুয়ারি ইরানে এ ঘটনাটি ঘটে। নিহত বাপ্পু রায় (২২) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের ছেলে। ইরানের স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে একটি হাসপাতালের মর্গে রেখেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই মাস আগে বৈধ ভিসা নিয়ে ওমানে যায় বাপ্পু রায়। সেখানে তার দুই ভাই রয়েছেন। চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দালালের মাধ্যমে গ্রীস যাবার স্বপ্ন থেকে বাপ্পু রায়। স্বপ্ন পূরণ করতে আরেক স্বপ্নের দেশ গ্রীস যাবার জন্য নদী পথ বেছে নেয় বাপ্পু।

এদিকে বাপ্পুর অকাল মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। বাপ্পু রায়ের চাচাতো ভাই রজত রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

পিবিডি/পি.এস

হবিগঞ্জ,নদী পথ,গ্রীস,যুবক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close