• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক নির্বাচিত সাহার

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০১৯, ২১:৪৬ | আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:৪৮
সুনামগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন এ্যাডভোকেট মো. চান মিয়া ও এ্যাডভোকেট মো. সাহারুল ইসলাম।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মো. শামসুদ্দিন। সন্ধ্যা সাতটায় গণনা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. চান মিয়া ২২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট রবিউল লেইস রোকেস পেয়েছেন ১০৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট সাহারুল ইসলাম ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ্যাডভোকেট আব্দুল অদুদ পেয়েছেন ৭৭ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন পেয়েছেন ৪৮ ভোট।

সহ সম্পাদক পদে এ্যাডভোকেট আমিরুল হক ২৪১ ভোট ও এ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দি ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অপর দুই প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট আনিসুজ্জামান পেয়েছেন ১০৮ ভোট এবং আমিরুল হক (২) পেয়েছেন ৭৪ ভোট।

অর্থ সম্পাদক পদে নাজমুল করিম ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার পেয়েছেন ৮০ ভোট। সাহিত্য সম্পাদক পদে জয়শ্রী দেব বাবলী ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুনির হোসেন পেয়েছেন ১১৮ ভোট।

/পিবিডি/একে

আইনজীবী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close