• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

অবশেষে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:৪৯
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সোনালুরকুটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সৌরভ রায়ের (১৬) মাথা ফাঁটিয়ে দেয়ার ঘটনায় প্রধান শিক্ষক গোলজার হোসেনকে পুলিশ আটকের পর ছেড়ে দেয়ায় আবারো উত্তাল হয়ে উঠেছে ছাত্র অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার (১৬ জানুয়ারি) তারা আবারো প্রধান শিক্ষক গোলজার হোসেনকে গ্রেফতার পূর্বক অপসারণ দাবী জানিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রাজারহাট-নাজিমখান সড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক গোলজার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হলে ৬ঘন্টা পর বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।

জানা যায়- মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সৌরভ রায় (১৬) বিদায়ী অনুষ্ঠানের চাঁদার ১০০ টাকা কম দেয়ায় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোলজার হোসেন তাকে কক্ষে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করার একপর্যায়ে মাথায় প্রচন্ড আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সৌরভ চিকিৎসাধীন রয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার বিক্ষুব্ধ অভিভাবকরা ছুটে গিয়ে প্রধান শিক্ষককে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে অবরুদ্ধ প্রধান শিক্ষক গোলজার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার গভীর রাতে আটক গোলজার হোসেনকে পুলিশ থানা থেকে ছেড়ে দেয়।

বিষয়টি সকালে ওই এলাকায় জানাজানি হলে আবারো ছাত্র, অভিভাবক ও এলাকাবাসীরা ফুঁসে উঠে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান শিক্ষক গোলজার হোসেনকে গ্রেফতারপূর্বক অপসারণের দাবীতে সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের নেতৃত্বে থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকারসহ একদল পুলিশ এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে দফায় দফায় বৈঠক শেষে অভিযুক্ত প্রধান শিক্ষক গোলজার হোসেনকে সাময়িক বরখাস্ত করেন।

এ ব্যাপারে রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুচলেখা নিয়ে গোলজার হোসেনকে মঙ্গলবার রাতে ছেড়ে দেয়া হয়েছিল। প্রধান শিক্ষককে ছেড়ে দেয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়ে। পরে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩ঘটিকা পর্যন্ত ৬ ঘন্টা পর প্রধান শিক্ষক বরখাস্ত হওয়ার আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।

পিবিডি/পি.এস

কুড়িগ্রাম,প্রধান শিক্ষক,আওয়ামী লীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close