• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ট্রলার ডুবে নিখোঁজ ২০: দু’জনের মরদেহ উদ্ধার

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০১৯, ১৩:২১
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ২০ শ্রমিকের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জের গজারিয়া প্রান্তের মেঘনা নদী থেকে একজনের ও চাঁদপুরের মতলব থানাধীন ষাটনল এলাকার মেঘনা নদী থেকে দুপুর পৌনে ১২টায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জোনের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, সকাল ও দুপুরে দুই স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহ দুটি ট্রলারের নিখোঁজ শ্রমিকদের কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, সোমবার কুমিল্লার দাউদকান্দি থেকে ট্রলারে মাটি তুলে ৩৪ জন শ্রমিক নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী নিয়ে যাচ্ছিল। ট্রলারটি সোমবার দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের চরঝাঁপটার মেঘনা নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী জাহাজ ট্রলারে ধাক্কা দিয়ে চাঁদপুরের দিকে চলে যায়। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে ১৪ জন সাঁতরে প্রাণে বাঁচাতে পারলেও ট্রলারটির কেবিনের ভেতরে ঘুমন্ত ২০ শ্রমিকের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। নিখোঁজ শ্রমিকদের বেশির ভাগেরই বাড়ি পাবনা জেলায়।


পিবিডি/মিশু

ট্রলার ডুবি,মরদেহ উদ্ধার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close