• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

অভিনব কায়দায় ফেনসিডিল বহন, আটক ২

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ১২:৩৭
রাজশাহী প্রতিনিধি

অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় গোদাগাড়ীতে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব -৫। সোমবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলা সদরের ধানের বাজারে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ জেলার স্কোয়াড্রন লিডার সাইদ আল মুরাদের নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের মৃত রজবুল আলির ছেলে মাসিদুল (২১) ও তকবরপু আইরামারী গ্রামের সামেদ আলীর ছেলে মাসুদ (২০)।

র‌্যাব সূত্র জানায় বহনকারী দুজন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নসিমনে করে গোবরের তৈরী জ্বালানি হিসেবে ব্যবহৃত নুন্দার মাচা তৈরী করে এর ভিতরে দেড় হাজার ফেনসিডিল সাজিয়ে চাঁপাইনবাবগঞ্জের মনাকষা হতে রাজশাহীর দিকে যাচ্ছিলো। গোপন সংবাদ পেয়ে র‌্যাব -৫ এর অপারেশন দল অভিযান চালিয়ে গোদাগাড়ী সদরের ধানের বাজারে নসিমনের গতিরোধ করে তল্লাশি চালালে অভিনয় কায়দায় নুন্দার মাচার ভিতরে সাজানো দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই সময় তাদের ব্যবহৃত নসিমন, দুইটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে বলে স্কোয়াড্রন লিডার সাইদ আল মুরান জানান।

পিবিডি/পি.এস

রাজশাহী,ফেনসিডিল,আটক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close