• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ধামরাইয়ে সড়কের সেতুটি এখন মরণ ফাঁদ

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ১৮:১৪
ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে উপজেলার সুতপিাড়া ইউনিয়নে অবস্থিত দৌলা বিলের মুখে শ্রীরামপুর-সূয়াপুর এলজিইডি’র সড়কে নির্মিত ছোট্ট সেতুটি দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। এই একাদিক ইট ভাটা থাকায় প্রতিদিন ইট, বালু, কয়লা, মাটিবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন চলাচল করছে ঝুঁকিপূর্ণ এই সেতুটির উপর দিয়ে।

গাড়ি চালক ও এলাকা বাসী জানায় ,দীর্ঘদিন ধরে রেলিং ভেঙে যাওয়ায় সহজে বোঝার উপায় নেই যে এখানে একটি সেতু রয়েছে। সেতুর উপর দিয়ে চলাচল কারী যানবাহন ও পথচারী যে কোন সময় পড়ে যেতে পারে গভীর খাদে।

সম্পর্কিত খবর

    সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির তলার ঢালাই খসে পড়েছে। রডগুলো বেরিয়ে গেছে যা উপর থেকে বুঝার কোন উপায় নেই। এমন অজানা ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন ও পথচারী। মারাত্মক দুর্ঘটনা এড়াতে সেতুটি সংস্কার কিংবা পুণনির্মাণ জরুরী হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

    উপজেলা এলজিইডি প্রকৌশলী ইউসুফ হোসেন এ বিষয়ে বলেন, সেতুটি অনেক পুরোনো। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা আছে।

    পিবিডি/ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close