• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

সরকারি মাটি বিক্রি করছে প্রভাবশালীরা, স্থানীয় প্রশাসন নির্বিকার

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ১৯:২৭
নোয়াখালী প্রিতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পানি উন্নয়নের বোর্ডের সরকারি খাল পাড়ের মাটি অবৈধ ভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

মুছাপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম ভূইয়ার মুঠোফোনে আলাপ করা হলে তিনি জানান, জসিম, পিতা-আবদুল মালেক, ইব্রাহীম মুন্সি, পিতা- আবদুল হক, ইব্রাহীম মানিক, পিতা-মোস্তফা মিয়া, সম্পূর্ণ অবৈধ ভাবে মুছাপুর ৩নং ওয়ার্ডের বগার খালের পাড়ের মাটি কেটে গত ২দিনে প্রায় ২০০ ট্রলি মাটি বিক্রি করছে।

সম্পর্কিত খবর

    তিনি আরও জানান, এ বিষয়ে আমি তাদেরকে মৌখিক ভাবে নিষেধ করলেও, তারা বর্তমানেও মাটি কাটা অব্যাহত রেখেছে।

    অভিযুক্ত জসিম’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মিলন কোম্পানী নিজে মাটি কেটে নিজের বাড়ি ভরাট করছে। আমি এ ঘটনার সাথে জড়িত নই। মিলন কোম্পানীর সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি আপনার সাথে পরে কথা বলব।

    এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন জানান, এটি পানি উন্নয়ন বোর্ডের খাল। খালের পাড়ের মাটি কেটে বিক্রি করার অভিযোগ আমিও পেয়েছি।

    এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সল আহমদ জানান, আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানাচ্ছি, তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

    পিবিডি/ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close