• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাভারে ছয় নারী ছিনতাইকারী আটক

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ২১:০৮
সাভার প্রতিনিধি

সাভারে যাত্রীবাহি বাসে এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ৬ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে অন্যান্য যাত্রীরা।

সোমবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা বাসষ্ট্যান্ডে এলাকা থেকে আটক করা হয় তাদের।

আটককৃতরা হলো- মারুফা (৪৫), মিতু (২৫), মায়েরুন (২৬), কমলা (২৬), ফরিদা (৫০), বানেছা (৪০) ও জামেলা (৩৫)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাছিরনগর থানার ডরমন্ডল গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বলেন, একটি যাত্রীবাহি বাসের মধ্যে বসে থাকা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিচ্ছিলো যাত্রীবেশী ৬ নারী ছিনতাইকারী। এসময় বিষয়টি টের পেয়ে অন্যান্য যাত্রীরা সংঘবদ্ধ চক্রটির ৬ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন। পরে তাদেরকে গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় হস্তান্তর করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান বলেন, গণধোলাইয়ের শিকার ৬ নারী ছিনতাইকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পিবিডি/আরিফ

সাভার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close