• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিলেট নারী ও শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ০৯:৪৪
সিলেট প্রতিনিধি

জেলা নগরীর দক্ষিণ সুরমার কদমতলি বাস টার্মিনাল এলাকা থেকে ছয় রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। রোববার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় জনতার সহায়তায় তাদেরকে আটক করা হয়।

আটক ছয় রোহিঙ্গা নাগরিক হলো- মৃত আব্দুল হোসেনের স্ত্রী হাজেরা খাতুন (৬৫), মত্তুল হোসেনের ছেলে মো. সেলিম (২৫), মেয়ে ইয়াছমিন আরা (১২) ও নুর কালিমা (১০), সেলিমের স্ত্রী জুলেখা (২২) ও শিশুকন্যা আছেফা।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের ঠিকানা মিয়ানমারের আরাকান রাজ্যের সাহেববাজার বলে জানায়। এদিকে সোমবার তাদেরকে পুলিশ প্রহরায় কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

রোহিঙ্গা নাগরিক আটকের ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আটক ৬ জন পুলিশকে জানায় আরাকান রাজ্য থেকে তারা পালিয়ে ভারতের আসাম হয়ে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওখান থেকে তারা সিলেটের কদমতলী বাস টার্মিনালে আসলে জনগণ তাদের আটক করে।

তিনি জানান- তাদের এক আত্মীয় শেখ আহমদ বর্তমানে কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে আছেন বলে তারা জানায়। ওই আত্মীয়ের সাথে যোগাযোগ করে তাদেরকে পুলিশ প্রহরায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

পিবিডি/পি.এস

সিলেট,নারী,শিশু,রোহিঙ্গা,আটক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close