• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১৮:০৭
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দার (মুরুব্বী) নির্ধারন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এরমধ্যে ৪ জনকে টেটাবিদ্ধ অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার নোয়াগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    আহতদের মধ্যে সুবিদপুর ইউনিয়নের মেম্বার কমর উদ্দিন (৫০), আলামিন মিয়া (৫৫), মোঃ সাকিব মিয়া (৩২) ও মোঃ হাদিস মিয়া (৩৫) কে টেটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    স্থানীয় সূত্র জানায়, নোয়াগাও গ্রামের সর্দার নির্ধারণ নিয়ে ইউ/পি সদস্য মোঃ কমর উদ্দিন ও আলেমান মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে। এতে ১৫ জন আহত হয়।

    বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন- পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

    পিবিডি/ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close