• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সাভারে র‌্যাবের অভিযান, আটক ৮

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৪৩
সাভার প্রতিনিধি

সাভারের ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে মাছ ও মুরগির ভেজাল খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় ৮ জনকে আটক করা হয়।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে সাভারের ভাকুর্তার এলাকায় এমন ৩ টি অবৈধ খাদ্য তৈরির কারখানায় অভিযান চালায় র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব জানায়, সাভারের ভাকুর্তার মোগড়াকান্দা ও তুরাগ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিষাক্ত ট্যানারির বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো তারা। দুপুরে র‌্যাব-৪ ওই ভেজাল তৈরির খাদ্য কারখানায় অভিযান চালায়।

এসময় র‌্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলমের নির্দেশে র‌্যাব ওই কারখানার ট্যানারির বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এবিষয়ে র‌্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম জানায়, ওই কারখানাগুলোর মালিক ও জমির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পাশাপাশি আটক ৮ জনকে বিভিন্ন মেয়াদ কারাদন্ড দেয়া হয়।

র‌্যাবের অভিযানে এসময় র‌্যাব ৪ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিবিডি/আরিফ

সাভার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close