• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৪ শিশু জন্মদানকারী মা’কে প্রশাসনের আর্থিক সহায়তা

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ২১:৪০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের মহাডাঙ্গা এলাকায় এক সঙ্গে চার শিশুর জন্মদানকারী মা নাজমিন নাহারকে জেলা প্রশাসনের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সাথে তাকে শুকনো খাবারও দেয়া হয়।

মঙ্গলবার(২২ জানুয়ারী) বিকেলে ওই মায়ের বাড়িতে গিয়ে নবজাতকদের খোঁজ নিয়ে তাদের মায়ের হাতে ১৬ হাজার টাকা সহায়তার চেক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিনা আফরোজ ভূঁইয়া ও নিশাত আনজুম আনন্যা, চাঁপাইনবাবগঞ্জ পৌর প্যানেল মেয়র মোসলেমা বেগম মুসি।

সম্পর্কিত খবর

    কর্মকর্তারা চার নবজাতকের সূষ্ঠুভাবে বেড়ে উঠার ক্ষেত্রে প্রশাসনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

    উল্লেখ্য ,গত ৮ জানুয়ারি রাজশাহীর একটি হাসপাতালে একই দিনে ২ ছেলে ও ২ মেয়ে সন্তানের জন্ম দেন নাজমিন নাহার। তিনি মহাডাঙ্গা গ্রামের মামুন অর রশিদ সুমনের স্ত্রী। এক সাথে চার শিশুর জন্মে সাধারণ ওই পরিবারে আনন্দের পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ নিয়ে তৈরী হয় সংশয়।বর্তমানে চার শিশুই সুস্থ রয়েছে।

    পিবিডি/ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close