• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদকে ফুল দিয়ে বরণ

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ২২:০১
বরিশাল প্রতিনিধি

মন্ত্রিত্ব পেয়ে প্রথম বরিশালে আসলেন সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম।

বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে বেসরকারি বিমানযোগে তিনি বরিশাল বিমানবন্দরে এসে পৌছান। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। যাত্রাপথে তার সফর সঙ্গী হয়ে বরিশালে আসেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিমন্ত্রী বিকাল ৪টার দিকে বিমানবন্দরে পৌছে বিমানে দাড়িয়ে হাত উঁচিয়ে নেতাকর্মীদের অভিবাদন জানান। ওই সময় বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পরবর্তীেতে সার্কিট হাউজের সম্মুখে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গার্ড অব অনার প্রদান করে মেট্রোপলিটন পুলিশের একটি দল। সন্ধ্যায় সার্কিট হাউসে আওয়ামী লীগসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একইভাবে বরিশাল মহানগর আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশেনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর প্রমুখ।

পানিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব নূর আলম সাংবাদিকদের জানিয়েছেন, তিন দিনের সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় কীর্তনখোলা নদী ভাঙন কবলিত চরবাড়িয়া ইউনিয়ন পরিদর্শন করবেন।

পিবিডি/আরিফ

বরিশাল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close