• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভোলায় কলেজের শিক্ষা সফরের বাসে হামলার ঘটনায় আটক ৩

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ২০:৩৩
ভোলা প্রতিনিধি

ভোলা সরকারি কলেজের শিক্ষা সফরের বাসে হামলা, ভাঙচুর শিক্ষার্থীদের আহত করার ঘটনায় মিজান, আকতার ও স্বপন নামের তিনজনকে আটক করেছে পুলিশ। এরা তিনজনই ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামী।

আটক তিনজনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে। বৃহষ্পতিবার রাতে দক্ষিণ আইচা থানা পুলিশ চর মানিকা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে শিক্ষার্থীদের তিনটি মোবাইল ফোন ও ৪ হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়।

সম্পর্কিত খবর

    পুলিশ জানায়, গত মঙ্গলবার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়ে একটি মাইক্রোবাসের চাপায় স্থানীয় ইউপি সদস্যের চার বছরের শিশু নিহত হয়। এই ঘটনার সূত্র ধরে স্থানীয় লোকজন ভোলা কলেজের শিক্ষা সফরের একটি বাস ভাঙচুর করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এবং শিক্ষার্থীদের মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় হামলাকারীরা।

    এ ঘটনায় বুধবার রাতে ১২জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫-২০জনকে আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করা হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মো. মিজানসহ তিনজনকে আটক করে।

    দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার বলেন, আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

    /পিবিডি/একে

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close