• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাপুড়ে সেজে ইয়াবা পাচার, অতঃপর...

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০১৯, ১৩:১২ | আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৩:১৪
চট্টগ্রাম প্রতিনিধি

সাপের বাক্সে করে ইয়াবা পাচার করার সময় মো. আবুল হোসেন (৩৭) নামে এক সাপুড়েকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, টেকনাফ থেকে ঢাকা যাওয়ার পথে আবুল হোসেন ছদ্মবেশ ধারন করে সাপের বাক্সে করে ৫ হাজার পিস ইয়াবা পাচার করছিল।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে কর্ণফুলী থানা পুলিশের হাতে গ্রেফতার হন আবুল হোসেন। তিনি ঢাকা জেলার সাভারের কাঞ্চনপুর এলাকার আনু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, সাপ রাখার বাক্সে ৫ হাজার পিস ইয়াবা লুকিয়ে রেখে টেকনাফ থেকে ঢাকা যাওয়ার পথে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিতে সে সাপুড়ে সেজেছিল।

শুক্রবার সকাল ৯টার দিকে কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় থেকে মো. আবুল হোসেনকে গ্রেফতার করেন কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম।

পিবিডি/পি.এস

চট্টগ্রাম,সাপুড়ে,ইয়াবা পাচার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close