• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আ.লীগের একক প্রার্থী বাছাইয়ে ভোট!

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০১৯, ১১:৫৫
টাঙ্গাইল প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী বাছাইয়ে টাঙ্গাইলের মির্জাপুরে ভোট গ্রহণ করা হয়েছে। রোববার (২৭ জানুয়ারি) দলীয় কাউন্সিলররা গোপন ব্যালটে ভোট দিয়ে প্রার্থী বাছাই করেন৷

এতে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী থাকলেও দুজন এবং ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মীর্জা শামীমা আক্তার শিফা একক প্রার্থী থাকায় এ পদে ভোট নেয়া হয়নি।

ওই নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর এনায়েত হোসেন মন্টু ২০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন ১৭৪ ভাট পেয়েছেন৷

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম আজাহার ২১৬ ভোট পেয়ে প্রথম হন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. সেলিম শিকদার ৭৫ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির ৫৪ ভোট, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ ২২ ভোট ও উপজেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. আরিফ খান ১৪ ভোট পান৷

দুপুর ২টায় উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১৫টি ইউনিটের ৩৯৩ জন ভোটারের মধ্যে ৩৮৩ জন ভোট দেন। সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি ফলাফল ঘোষণা করেন।


পিবিডি/এসএম

আওয়ামী লীগ,টাঙ্গাইল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close