• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মাদারীপুরে কোচিং সেন্টারে র‍্যাবের অভিযান, আটক ৬ শিক্ষক

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০১৯, ১৫:২৫
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কোচিং সেন্টার পরিচালনার অপরাধে ৬ শিক্ষককে আটক করেছে মাদারীপুর র‌্যাব-৮। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় র‌্যাব-৮ ও জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৮ জানায়, রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় “অন্তর ইংলিশ টিচিং সেন্টার” এবং “প্রত্যয় কোচিং সেন্টার” র‌্যাব ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে নৃপেন বসু(৩৩), অসীম মন্ডল(৩৮), পলাশ মন্ডল(৪৬), অখীল কুমার পাল(৪৬), আরিফুজ্জামান(৩০), রাকিব হাসান(৩০) নামে ৬ শিক্ষককে আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তিগণ সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদারীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন, প্রথম ৪ জনের প্রত্যেককে ১০০০/-টাকা করে অর্থদণ্ড ও পরবর্তী ২ জনের নিকট হতে মুচলেকা আদায় করে ছেড়ে দেয়া হয়।

র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, কোচিং বাণিজ্য নিয়ে অভিযান করা হচ্ছে। টেকেরহাট এলাকা থেকে ৬ জন শিক্ষককে আটক করা হয়।

/পিবিডি/পি.এস

মাদারীপুর,কোচিং সেন্টার,র‍্যাব,র অভিযান, আটক ৬ শিক্ষক,শিক্ষক,আটক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close