• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঝিনাইদহে সপ্তাহব্যাপী মণিপুরি নৃত্য প্রশিক্ষণ চলছে

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৭
পূর্বপশ্চিম ডেস্ক

ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলছে সাত দিনব্যাপী মনিপুরি নৃত্য প্রশিক্ষণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গত ৩ জানুয়ারি ২০১৯ বেলা ৩টায় প্রশিক্ষেণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষ হবে ৯ ফেব্রুয়ারি।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী মণিপুরি নৃত্যের এ প্রশিক্ষণে অংশ নিয়েছে। প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সামিনা হোসেন প্রেমা।

জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। উপস্থিত ছিলেন প্রশিক্ষক সামিনা হোসেন প্রেমা, জেলা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক শোভন সাহা সবুজ ও সাধারণ নৃত্য প্রশিক্ষক দোল আফরোজ অরনী।

পিবিডি/ হাসনাত

নৃত্য,শিল্পকলা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close