• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ওজনে গাঁজা কম দেয়ায় ‘৯৯৯’ নম্বরে ফোন, অতঃপর

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪০ | আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৯
কুমিল্লা প্রতিনিধি

তিন কেজি গাঁজার বদলে এক কেজি দেয়ায় ৯৯৯ নম্বরে অভিযোগ করায় এক নারীকে গ্রেফতারের পর এবার সেই মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আব্দুর রহিম ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল দক্ষিণপাড়ার আবুল হাসেমের ছেলে। এর আগে ক্রেতা সালমা বেগমকেও গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২৭ জানুয়ারি আব্দুর রহিমকে তিন কেজি গাঁজার দাম দিয়ে এক কেজি গাঁজা পাওয়ায় পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন সালমা বেগম। তিনি নিজেও একজন মাদক ব্যবসায়ী। ওই দিনই ব্রাহ্মণপাড়া সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

/পিবিডি/পি.এস

কুমিল্লা,গাঁজা,৯৯৯

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close