• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

পিকনিকে যেতে না পেরে মায়ের সাথে অভিমানে ছেলের আত্বহত্যা

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৩
জামালপুর প্রতিনিধি

জামালপুরে পিকনিকে না যেতে পেরে মায়ের সাথে অভিমান করে আমজাদ হোসেন উৎস নামের নবম শ্রেণির একছাত্র আত্মহত্যা করেছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের পাথালিয়া গুয়াবড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    হযরত শাহ্জামাল (রহ:) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র উৎস গুয়াবাড়িয়া গ্রামের ইজিবাইক চালক সায়েম হোসেনের ছেলে।

    পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, হযরত শাহ্জামাল (রহ:) উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা জেলার বাইরে পিকনিকে যায়।

    উৎসর বাবা সায়েম হোসেন ঢাকায় ইজিবাইক চালায়। দরিদ্র মা আন্না বালা ছেলেকে পিকনিকের চাঁদার টাকা দিতে না পারায় উৎসর পিকনিকে যাওয়া সম্ভব হয়নি।

    এই নিয়ে সারাদিন মন খারাপের এক পর্যায়ে মায়ের সাথে ঝগড়াও করেছে। রাত সাড়ে ৮টার দিকে ঘরের ধর্ণার সাথে পাটের দড়িতে ফাঁস টানিয়ে আত্বহত্যা করে।

    ঘটনার সময় তার মা আন্না বালা বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় উৎস।

    জামালপুর সদর থানার এসআই অসীম কুমার দাস বলেন, ছেলেটির আত্বহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে ওদের বিদ্যালয় থেকে আজকে পিকনিকে যেতে পারেনি সে। এ নিয়ে মায়ের সাথে অভিমান করতে পারে। সে একটু বিকারগ্রস্থও ছিল। অন্য কোনো কারণও থাকতে পারে। তার বাবা-মা থানায় কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছেন।

    পিবিডি/আর-এইচ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close