• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আখাউড়ায় দুর্ধর্ষ চুরি, আটক ২

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৭
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দলেরা স্বর্ণালংকার, মোবাইল সেট ও নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।

এ সময় বাড়ির ৪ জন নারীকে মারধর করে আহত করে চোরেরা। রোববার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রামধনগর গ্রামের কাজী এলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    জানাগেছে, রামধনগর গ্রামের কাজী এলু মিয়ার ছেলেরা প্রবাসে থাকেন। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না।

    গভীর রাতে ৫/৬ জনের সংঘবদ্ধ একটি চোরের দল মাটির ঘরের দেয়ালে সিধ কেটে ঘরে প্রবেশ করে।

    এ সময় ধারালো অস্ত্রের মুখে নারীদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, ৪টি চার্জ লাইট, ১টি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।

    চুরি শেষে চলে যাওয়ার সময় আহত মহিলাদের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসে।

    এ সময় দুই চোরকে আটক করে স্থানীয়রা। আটককৃত চোরেরা হলো আখাউড়া পৌরশহরের টানপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল বারেকের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও আব্দুল আজিজের ছেলে মো. লিটন মিয়া (২৭)।

    আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাটাস্থলে পৌঁছে আটকৃতদের থানায় নিয়ে আসে। চোরদের কাছ থেকে দুই জোড়া কানের দুল, একটি মোবাইল ও একটি হাত ঘড়ি উদ্ধার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

    পিবিডি/আর-এইচ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close