• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নারায়ণগঞ্জের বন্দরে স্বরস্বতী প্রতিমা ভাংচুরের অভিযোগ, গ্রেফতার ৪

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে স্বরস্বতি পূজা মণ্ডপে প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে বন্দরের তিনগাঁও গ্রামে শ্রী মধু সুদন বিশ্বাসের বাড়ির পূজা মণ্ডপে ঘটনাটি ঘটে।

সম্পর্কিত খবর

    ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুজন (২২), শফিকুল ইসলাম (২৫), হৃদয়(২২) ও শাহিন (২৩)কে পুলিশ গ্রেফতার করেছে।

    এ ঘটনায় মধুসুদন বিশ্বাসের ছেলে লোকনাথ বিশ্বাস বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

    সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার দুপুরে গ্রেফতারকৃত ৪ জনকে আদালতে প্রেরণ করেছে।

    মধুসুদন বিশ্বাস জানান, রাতে পূজা উৎসব চলাকালে একই গ্রামের সুজন, শফিকুল ইসলাম, হৃদয় ও শাহিনসহ ৬/৭ জন পূজা মণ্ডপে এসে আনন্দ উৎসব করে। এ সময় তাদের সঙ্গে হিন্দু ছেলেদের কথাকাটাকাটি হয়। পরে তারা চলে যায়। এ ঘটনার জের ধরে রাত ১ টায় পূজার কার্যক্রম শেষ হলে প্রতিমা ভাংচুর করা হয়। এ ঘটনায় বাড়ির লোকজন টের পেয়ে ছুটে আসে। এ সময় গ্রামের লোকজন ৪ যুবককে আটক করে রাখে। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ৪ জনকে আটক করে।

    বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত ৪ জনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

    পিবিডি/আর-এইচ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close