Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textজামালপুরের ইসলামপুরের ধর্মকুড়া বাজারে তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে একটি তুলার কারখানার গোদামঘর ভস্মিভূত হয়ে গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধর্মকুড়া বাজারের রুহুল আমীনের মার্কেটে জয়নাল আবেদীনের লেপ তোষকের তুলার কারখানায় বিদুৎতের শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও জামালপুর সদর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল গণির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তুলা কারখানার মালিক জয়নাল আবেদীন জানান, তুলা, লেপ, তোষক, আনুসাঙ্গিক মালামাল, মেশিনপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।
/পিবিডি/একে