• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ভালোবাসা দিবস

পর্যটকদের পদচারণায় মুখর সাগরকন্যা কুয়াকাটা

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৫
বরিশাল প্রতিনিধি

ভালোবাসা দিবসে পর্যটকদের পদচারণায় মুখরিত সাগরকন্যা কুয়াকাটা। এই ভালোবাসার দিনেও প্রকৃতির নৈসর্গিক ছোয়া পেতে সমুদ্র সৈকত কুয়াকাটায় ভীড় জমিয়েছে হাজারো পর্যটক।

শীতের হিমেল পরশ লেগে থাকা প্রকৃতির ছোয়ায় দুঃখ বেদনা, ক্লান্তি ভুলে পর্যটকদের আনন্দ-উম্মাদনায় পুরো সৈকত জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।

সম্পর্কিত খবর

    শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে উঠেছে যেমন প্রকৃতি, তেমনি সেজেছে সুন্দরী রমণীরাও।শান্ত সমুদ্র আর রোদেলা বেলাভূমি ইকোপার্ক, সীমা বৌদ্ধ বিহার, ফাতরার বন, লেম্বুর চর, গঙ্গামতির চর, কাউয়ার চর, শুটকি পল্লী, রাখাইন পল্লীতে দেশি-বিদেশি নানা বয়সী পর্যটকদের ক্লান্তিহীন ছুটোছুটি আর উপস্তিতিতে মুখরিত।

    সূর্যাদয়-সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানীর অপার ছোঁয়ায় আর গঙ্গামতির চরে লাল কাকড়ার অবাধ বিচরণের জন্য সাগরকন্যা কুয়াকাটা দিন দিন হয়ে উঠছে পর্যটকদের প্রিয় স্থান। উপজাতি রাখাইন সম্প্রদায়ের জীবনাচর ও সংস্কৃতিক সেতুবন্ধন ও সুন্দর বনের একাংশ ফাতরার বনের দৃশ্য উপভোগের সুযোগ নিচ্ছে ভ্রমণপিপাসু এই দর্শনার্থীরা।

    কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ আর নিরাপত্তায় প্রস্তুত থাকবে ট্যুরিস্ট পুলিশ।

    পিবিডি/আর-এইচ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close