• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ট্রে‌নের ইঞ্জিনের পা‌নির ট্যাংক লি‌কেজ, দূুর্ভো‌গে যাত্রীরা

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৭
কুষ্টিয়া প্র‌তি‌নি‌ধি

কুষ্টিয়ার পোড়াদহ রেল ষ্টেশ‌নে রাজশাহী থে‌কে ছে‌ড়ে আসা গোয়ালন্দগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন‌টির ইঞ্জিনের পানির ট্যাংক লি‌কেজ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ‌তে চরম দূুর্ভো‌গে পড়েছে যাত্রীরা।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে পোড়াদহ ষ্টেশ‌নে ইঞ্জিন পানি শুন্য হয়ে এ ঘটনা ঘটে।

পোড়াদহ ষ্টেশন মাষ্টার শরীফুল ইসলাম জানান, সকালে মধুমতি ট্রে‌নের ইঞ্জিনের পানির ট্যাংক লি‌কেজ হয়ে পোড়াদহ ষ্টেশ‌নে মধুমতি এক্সপ্রেস ট্রেন‌টি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে বেলা সাড়ে ১২টার দি‌কে সাটল ট্রেন গোয়ালন্দ থে‌কে পোড়াদহ ষ্টেশ‌নে আসলে তার পাওয়ার পরিবর্তন করে ৩ ঘন্টা পর মধুমতি এক্সপ্রেস চলাচ‌লের উপ‌যোগী করা হয়। এসময় গোপালগঞ্জ থে‌কে ছে‌ড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস দীর্ঘ সময় আটকা প‌ড়ে। এদি‌কে হঠাৎ ষ্টেশ‌নে ট্রেন বিকল হয়ে পড়ায় দু‌র্ভো‌গে পড়ে সাধারণ যাত্রীরা।

তবে এ ঘটনায় যাত্রীরা কতৃপক্ষের অবহলোকে দায়ী করছে। যাত্রীদের অভি‌যোগ বি‌ভিন্ন রুটে চলাচলের জন্য ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য জনবল থাকলেও তারা ঠিকমত তা‌দের দায়ত্বি পালন করে না। এতে দু‌র্ভো‌গে পড়তে হয় সাধারণ যাত্রী‌দের।

/পিবিডি/পি.এস

কুষ্টিয়া,ট্রে‌ন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close