• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৮
বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে দুই বন্ধু মিলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পারভেজ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আলী জাবের (১১) নামের আরেক কিশোর। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মোমিনপুর টিলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারভেজ ওই ইউনিয়নের মহিপুর মুন্সীপাড়ার শাহ আলমের ছেলে। আহত জাবের একই এলাকার হাসান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পুতুল মোহন্ত জানান, পারভেজ মোটরসাইকেল চালানো শিখতে তার বন্ধু আলী জাবেরের সঙ্গে বাড়ি থেকে বের হয়। স্থানীয় হাটগাড়ীসহ আশপাশের মাঠ এলাকায় সে চালাতে থাকে। একপর্যায়ে মোমিনপুর টিলাবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হয়। এছাড়া গুরুতর আহত আলী জাবেরকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয়রা।

/পিবিডি/পি.এস

বগুড়া,মোটরসাইকেল,কিশোর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close