• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

নেত্রকোনায় মোস্তাফা জব্বার

আগামীতে লেখাপড়ায় চক-ডাস্টার ও কাগজ ব্যবহার হবে না

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩০
নেত্রকোনা প্রতিনিধি

আগামী দিনে লেখাপড়ায় চক-ডাস্টার ও কাগজের কোনো চিহ্নই থাকবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা সরকারি মহিলা কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব সাজ্জাদুল হাসান।

সম্পর্কিত খবর

    অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মঈন উল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ুর রহমান খান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন, হাই-টেক আইটি পার্কের প্রকল্প পরিচালক গৌরী শংকর ভট্টাচার্য, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

    মোস্তাফা জব্বার বলেন, লেখাপড়ার জন্য এগুলোর দরকার নেই। কারণ আগামী দিনের লেখাপড়ায় ডিজিটাল যন্ত্র প্রদান করা হবে। ডিভাইস ব্যবহার করে একজন শিক্ষক একই সঙ্গে অনেক ক্লাস নিতে পারবেন।

    তিনি আরও বলেন, আগামীতে দেখা যাবে, আমি আমার শিক্ষকের চেহারা দেখছি না। শিক্ষক একসঙ্গে হয়তো ১০০টা স্কুলে ক্লাস নিচ্ছেন, ১০০টা কলেজে ক্লাস নিচ্ছেন। এ জন্য শুধু একটা ডিভাইস দরকার হবে, যেটাতে দেখা যাবে ক্লাস করা হচ্ছে। সেখানে শিক্ষককে প্রশ্নও করা যাবে, প্রশ্নের উত্তরও দেওয়া যাবে।

    /অ-ভি

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close