• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেনীতে নিরাপদ সড়কের দাবিতে বন্ধুসভার মানববন্ধন

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩১ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮
ফেনী প্রতিনিধি

‘নিরাপদ সড়ক আমার অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো ফেনী বন্ধুসভার উদ্যোগে শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিকেল ৩টায় শুরু হওয়া মানববন্ধন কর্মসূচি চলে বিকেল ৪টায় শেষ হয়।

প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন- ফেনীর ট্রফিক বিভাগের পরিদর্শক মেহেদী শিকদার, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. গোলাম নবী, প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের, সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী সমর দাস, বন্ধুসভার সাবেক সভাপতি অমিত মজুমদার, যুগ্মসম্পাদক নাজমুল হক শামীম, সমাজ সেবক আবুল খায়ের, সহসভাপতি বিজয় নাথ, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন নসিব, দপ্তর সম্পাদক ইব্রাহীম খলিল।

সম্পর্কিত খবর

    মানববন্ধনে বক্তারা বলেন, ট্রাফিক আইন মেনে চললে এবং চালক ও যাত্রীরা সচেতন হলে সড়ক দূর্ঘটনা কমে যাবে। সড়ক দূর্ঘটনা রোধে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ ট্রাফিক আইনের বাস্তবায়ন করা অতীব জরুরি।

    তারা বলেন, সড়কে অদক্ষ চালক, অপ্রাপ্ত বয়স্ক চালক, ফিটনেসবিহীন গাড়ী চলা বন্ধ করণ এবং গাড়ী চালানোর সময় প্রতিযোগিতা থেকে দূরে থাকাসহ চালককে মোবাইল ফোনে কথা বলা বন্ধ করতে চালক ও মালিকদেরকে সচেতন করে তুলতে হবে।

    মানববন্ধন শেষে বন্ধুসভা ও ফেনী বিআরটিএ’র পক্ষ থেকে সড়ক দূর্ঘটনা রোধে শহরের বিভিন্নস্থানে চালক ও যাত্রী সাধারনের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।

    /অ-ভি

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close