• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘বাংলার মানুষ এখন আর ঘুমিয়ে স্বপ্ন দেখে না’

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৩
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলার মানুষ এখন আর ঘুমিয়ে স্বপ্ন দেখে না। বাংলার মানুষ এখন তাদের স্বপ্নের প্রতিফলন দেখে। বাংলার মানুষ উন্নয়ন কাকে বলে সেটা তারা এখন স্বপ্নে দেখে না দেখে কাগজে কলমে বা হাতে কলমে দেখতে পায়।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ডিগ্রি কলেজের নতুুন ভবন উদ্বোধন উপলক্ষে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সূধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    আলহাজ ডা. মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী বিশ্বের রোল মডেল। শেখ হাসিনা আবার বাংলার মানুষকে বাচিয়ে তুলেছেন। তাদের স্বপ্ন পুরনে কাজ করে যাচ্ছেন।

    পোগলদিঘা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আবুল হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানসহ আওয়ামী লীগ, অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা কর্মি ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

    /অ-ভি

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close