• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নওগাঁকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা: খাদ্যমন্ত্রী

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৬
নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলাকে ডিজিটাল ও আধুনিক মানের শহর হিসেবে গড়ে তোলার জন্য জেলার সকল কর্মকর্তাদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে এখন খাদ্যের ঘাটতি নেই। এখন আমাদের সকলের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণ করাকে নিশ্চিত করতে হবে। এর জন্য যা যা প্রয়োজন বর্তমান সরকার তার সবকিছুই করবে। খাদ্য নিয়ে কোন কারসাজিকে ছাড় দেওয়া হবে না। কাউকে খাদ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না।

জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা: মমিনুল হক, নওগাঁ পৌর সভার মেয়র নজমুল হক সনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশ কুমার সরকার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মুনির আলী আকন্দ প্রমুখ। সভায় জেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তাসহ ১১টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিবিডি/পি.এস

নওগাঁ,খাদ্যমন্ত্রী,আধুনিক শহর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close