• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বাংলাদেশ ভ্রমণে ভারতের বিএসএফ স্কুলের শিক্ষার্থীরা

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ স্কুলের ২৪জন শিক্ষার্থী বাংলাদেশ ভ্রমণে এসেছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া-আগরতলার স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) সীমান্ত পথে ওই শিক্ষার্থীরা বাংলাদেশে প্রবেশ করে।

এসময় ত্রিপুরা রাজ্যের বিএসএফ’র উর্দ্ধতন কর্তৃপক্ষ অনুষ্ঠানিকভাবে বিজিবি কর্তৃপক্ষের হাতে ওইসব শিক্ষাদের তুলে দেন। ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ জন ছাত্র এবং ১০জন ছাত্রী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও মজবুত করার লক্ষ্যে বিএসএফ স্কুলের শিক্ষার্থীরা বাংলাদেশ ভ্রমণ করছে।

আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহনী বিএসএফ ত্রিপুরা রাজ্যের উপ-মহাপরিদর্শক অশোক কুমার যাদব এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার আবু মোহাম্মদ মহিউদ্দিন ও ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কবির উপস্থিত ছিলেন।

বিজিবি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভারতীয় বিএসএফ স্কুলের ২৪জন শিক্ষার্থী বিজিবি'র তত্ত্বাবধানে ঢাকা ক্যান্টনমেন্ট, সাফারি পার্কসহ অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখবে। আগামী ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ফের আখাউড়া-আগরতলা সীমান্ত পথে ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।

২৫ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কবির বলেন, এ ধরনের ভ্রমণে বাংলাদেশ-ভারত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীগুলোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন।

/পিবিডি/পি.এস

ব্রাহ্মণবাড়িয়া,বাংলাদেশ,ভ্রমণ,শিক্ষার্থী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close