• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঝালকাঠিতে নৈশপ্রহরি হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩২
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার মানপাশা বাজারের নৈশপ্রহরি হারুণ সরদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কাওছার সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চৌপালা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাওছার সরদার নথুল্লাবাদ গ্রামের মালেক সরদারের ছেলে।

পুলিশ জানায়, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর রাতে মানপাশা গ্রমের যুবলীগ নেতা সাইদুল ইসলামের নেতৃত্বে বাজারের নৈশপ্রহরি হারুন সরদারকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. মজিবর রহমান সরদার বাদী হয়ে সাইদুল ইসলাম ও কাওছার সরদারসহ পাঁচজনকে আসামি করে ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বিনয়কাঠি ইউনিয়নের যুবলীগ নেতা সাইদুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশ। সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

সম্পর্কিত খবর

    মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন তদন্ত করে ঘটনার সঙ্গে আরো একজনের সম্পৃক্ততা পাওয়ায় ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার পর থেকে কিছুদিন আসামীরা পলাতক ছিল। পরে কাওছার সরদারসহ অন্যরা এলাকায় আসতে শুরু করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌপলা বাজার থেকে তাকে গ্রেফতার করে।

    ঝালকাঠি থানার সহকারি উপপরিদর্শক(এএসআই) বাপ্পী বলেন, কাওছার সরদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামীরা জামিনে রয়েছে।

    পিবিডি/আর-এইচ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close