• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

লক্ষ্মীপুরে ১৫ জলদস্যু আটক

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৮
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১৫ জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র, লাঠিসোটাসহ দুটি ইঞ্জিনচালিত নৌকা এবং অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

সম্পর্কিত খবর

    আটককৃতরা হচ্ছেন- বেলাল হাওলাদার, দুলাল হোসেন, হিরণ পাটোয়ারী, সোহাগ মাঝি, রিপন সরদার, মামুন বয়াতি, মো.ইউনুস, জাহাঙ্গীর মাইনতা, মোহাম্মদ আলী, তাহের শেখ, আব্দুর রহিম মাঝি, মামুন পলওয়ান, আনোয়ার মাঝি, আলমগীর হোসেন ও রিপন শেখ। তাদের সকলের বাড়ি বরিশালের পাতারহাট,উলানিয়া ও মেহেন্দিগঞ্জ এলাকায়।

    মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে সঙ্গীয় ফোর্স নিয়ে মতিরহাট গাজীপুর চরের পূর্বদিকে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ধাওয়া করে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে পাঠানো হবে।

    /অ-ভি

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close