• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৬ ঘণ্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২
মাদারীপুর প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে ছয়ঘন্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে রাত ১টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু করে। এ সময় মাঝ পদ্মায় আটকে পড়া ৭টি ফেরি নিজ গন্তব্যে পৌঁছায় বলে সূত্রটি নিশ্চিত করে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় শিবচরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘ যট সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের টার্মিনাল সুপারভাইজার মো. ফিরোজ হোসেন জানান, হঠাৎ করেই আজ কুয়াশা বাড়ায় ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।


পিবিডি/এসএম

কাঁঠালবাড়ী-শিমুলিয়া,মাদারীপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close