• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বৃস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান কোম্পানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের সূচনা করেন।

এ সময় উপজেলার বিভিন্ন সংগঠন ও হাজার মানুষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন।

এ ছাড়া দিবসটি পালনে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকল স্কুল- কলেজ, অফিস-আদালত, সরকারি আধা-সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাতফেরি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীঅনুষ্ঠান।

এ দিবসটি উপলক্ষে শহীদ মিনারে আরো পুষ্পমাল্য অর্পণ করে শহীদদে প্রতি শ্রদ্ধা জানান, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, বসুরহাট পৌরসভা, কোম্পানীগঞ্জ থানা প্রশাসন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, প্রেসক্লাব কোম্পানীগঞ্জ, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জান, বিশিষ্ট সাস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম চৌধুরী, শহীদ উদ্দিন বাবুল,বসুরহাট পৌরসভা আ’লীগের সভাপতি রেয়াজুল হক লিটন, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম সারোয়ার, কাউন্সিলর হারুনুর রশীদ শাহেদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাংবাদিক হাসান ইমাম রাসেল, সাংবাদিক গিয়াস উদ্দিন রনি,পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি শওকত আজিম জাবেদ, বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি শাহফরহাদ লিংকন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমুখ।


পিবিডি/এসএম

কোম্পানীগঞ্জ,নোয়াখালী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close