• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪০
বরিশাল প্রতিনিধি

মোটরসাইকেলযোগে কুয়াকাটা ভ্রমণে যাওয়ার পথে বরিশালের উজিরপুরে যাত্রীবাহী চাসের চাপায় ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মহাসিন (২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র নাজমুল হাসান অপু (২৩)।

হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০ জন ছাত্র ভ্রমণের উদ্দেশ্যে টিভিএস কোম্পানীর ১৬টি আারটিআর মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বুধবার রাত ৯টার দিকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। মোটরসাইকেল বহরটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকা অতিক্রম করছিল।

এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাওয়াগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-০২-০৩৯৫) মোটরসাইকেল বহরের একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র নাজমুল হাসান অপু (২৩) মারা যায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মহাসিন (২৪) গুরুতর আহত হয়।

মুমূর্ষ অবস্থায় মহাসিনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

পিবিডি/এআইএস

বরিশাল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close