• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দামুড়হুদায় ৩৩ লক্ষ টাকার পিতলের মূর্তি উদ্ধার

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৩ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১১
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনা থেকে অবৈধপথে ভারত থেকে আসা ৯১০টি পিতলের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ (বৃহস্পতিবার) দুপুরে ওই মূর্তি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের টহল কমান্ডার হাবিলদার শওকত আলী গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারে অবৈধপথে ভারত থেকে পিতলের মুর্তি আসছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পাকা রাস্তার উপর থেকে ৯১০টি পিতলের মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত পিতলের মূর্তি গুলো দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।

পিবিডি/জিএম

চুয়াডাঙ্গা,দামুড়হুদা,পিতলের মূর্তী উদ্ধার,বিজিবি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close