• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বেনাপোলে ৩০ লাখ টাকার চোরাচালানী পণ্য উদ্ধার

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৫
বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার বারোপোতা মাঠ থেকে ভারতীয় ১৯০ পিস উন্নত মানের শাড়ি, ৭০ হাজার পিস ডাইক্লোপার এম ট্যাবলেট, ৫ লাখ ৯০ হাজার পিস সেনিকা জেড ট্যাবলেট উদ্ধার করে করেছে বিজিবি। তবে কোন চোরাচালানিকে আটক হয় নি।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ভোর বেলায় চোরাচালানিদের ধাওয়া করে এ পণ্য উদ্ধার করে।

সম্পর্কিত খবর

    ২১ বিজিবি অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বারোপোতা মাঠে ওৎ পেতে থেকে বিজিবি চোরাচালানিদের ধাওয়া করে ১৯০ পিস উন্নত মানের শাড়ী, ৭০ হাজার পিস ডাইক্লোপার এম ট্যাবলেট,৫ লাখ ৯০ হাজার পিস সেনিকা -জেড ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। উদ্ধারকৃত পণ্য বেনাপোল কাস্টমসে জমা করা হবে বলে তিনি জানান।

    পিবিডি/আর-এইচ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close