• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা পল্লী চিকিৎসক নিহত

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৩
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তের গুলিতে ডা. হামিদ (৪১) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় হাসান আলী নামে আরও এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে নয়াপাড়া শিবিরের শালবাগান ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত ডা. হামিদ নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোছনের ছেলে এবং রোহিঙ্গা ক্যাম্পের পল্লী চিকিৎসক।

ডা. হামিদের স্ত্রী ফাতেমা বেগম মুঠোফোনে বলেন, সন্ধ্যায় কোনো কারণ ছাড়াই সন্ত্রাসীরা আমার স্বামীকে জোরপূর্বক পাহাড়ে নিয়ে যায়। এরপর এখন শুনছি তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ডিসপেনসারিতে কর্মরত অবস্থায় ডা. হামিদকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের পাদদেশে নিয়ে যায় একদল সন্ত্রাসী। তবে ধারণা করা হচ্ছে তারা সকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত নুরুল আলমের অনুসারী। সহকর্মীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা থেকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পাহাড়ী এলাকা থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ও অপরজনের লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার,পল্লী চিকিৎসক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close