• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৫
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে মাটিচাপায় জনি মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । এসময় আহত হয়েছেন আরো চারজন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জনি মিয়া সদর উপজেলার রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই সাহিদ মিয়া জানান, জনিসহ পাঁচ-ছয়জন শ্রমিক গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে মাটি তুলছিলেন। মাটি তুলতে তুলতে গর্তের ভেতরে ঢুকে পড়েন তারা। এক পর্যায়ে ওপর থেকে মাটি ধসে পড়লে তারা মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের উদ্ধার করার আগেই ঘটনাস্থলে জনি নিহত হন।

তিনি জানান, আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আরো দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক দেবাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির নিচে চাপা পড়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে জনির মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ,মাটিচাপা,শ্রমিকে

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close