• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিলেট নগরীতে পুলিশভ্যান-অটোরিকশা সংঘর্ষে আহত ৩

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৯
সিলেট প্রতিনিধি

সিলেট নগরের তেলিহাওরে পুলিশভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তেলিহাওরের নর্থইস্ট ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, নেত্রকোনার আটপাড়া উপজেলার সোনাজুড়া গ্রামের লাইব আলীর পুত্র আলিম মিয়া (৪০), তাহের উদ্দিন (৩০) ও অটোরিকশাচালক সদর উপজেলার নাজিরেরগাঁয়ের শানুর আলীর পুত্র জাহাঙ্গীর (২৪)। এর মধ্যে আলিম মিয়ার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক।

সম্পর্কিত খবর

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পুলিশভ্যান দ্রুতগতিতে যাচ্ছিল। কাজিরবাজার সেতু সংলগ্ন নর্থইস্ট ইউনিভার্সিটির সামনে সিএনজি চালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় ভ্যানটি। এতে অটোরিকশাচালকসহ দুই পথচারী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

    এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানাধীন সিলেট এমএজি ওসমানী মেডিকেল ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফারুক হোসেন জানিয়েছেন, খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ি পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করেছে।

    পিবিডি/আর-এইচ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close